এই মুহূর্তে জেলা

পরকীয়ার জেরে অ্যাসিড হামলা হুগলিতে।


হুগলি, ২৬ নভেম্বর:- পরকীয়ার জেরে অ্যাসিড হামলার ঘটনা ঘটলো হুগলি জেলার কোন্নগর নবগ্রাম এলাকায়। মহিলাকে লক্ষ্য করে ছোড়া হলো অ্যাসিড। অ্যাসিড হামলায় আক্রান্ত হন মহিলা।অভিযুক্ত হারুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা গেছে ওই মহিলা ও অভিযুক্ত হারু দুজনেই বিবাহিত। ওই মহিলা পরিচারিকার কাজ করেন। আর হারু ঝিলপাড় এলাকায় চায়ের দোকান চালায়। গত তিনবছর ধরে এই দুজনের মধ্যে সম্পর্ক ছিল। এরপর কোনো কারণে ওই মহিলা হারুর সাথে কথা বলা বন্ধ করে দেন। আর সেই আক্রশেই গতকাল রাতে যখন ঐ মহিলা কোনো জায়গা থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ওই মহিলার পিছু নেয় হারু।এরপর সি ব্লক এলাকায় ওই মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে হারু।

আর তার জেরে আহত হন ওই মহিলা। মহিলার চিৎকারে এলাকার মানুষ বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে কানাইপুর সাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যাবস্থা করেন। আর অভিযুক্ত হারুকে গ্রেফতার করে কানাইপুর ফাঁড়ির পুলিশ। কিন্তু পরকীয়ার জেরে এভাবে রাস্তায় অ্যাসিড হামলার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে শ্রীরামপুর কোর্টে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে হারুকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করতে চায় পুলিশ। এই বিষয়ে কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদব বলেন, পরকীয়া অবশ্যই নিন্দনীয় ঘটনা। এই সব হামলার ঘটনায় মানুষকে আরো সচেতন হতে হবে। পুলিশ প্রশাসন খুব সক্রিয় কাজ করেছে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে। মানুষের মানসিকতা বদল হওয়া দরকার তাহলেই এই সমস্ত হিংসার ঘটনা কমবে।