হাওড়া, ২৫ নভেম্বর:- উচ্চ আদালতের নির্দেশে অবশেষে হাওড়ার লিলুয়ায় ‘বেআইনি’ বাড়ি ভাঙার কাজ শুরু করলো বালি পুরসভা। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আবাসিকদের বাইরে বের করেই চলছে ভাঙার কাজ। শুক্রবার ভাঙার নির্দেশ থাকলেও উচ্চ আদালতের নির্দেশিকা হাতে না পৌঁছানোয় ও আবাসিকদের বিক্ষোভে পিছু হাটতে হয়েছিল প্রশাসনকে।
শনিবার সকাল থেকেই শুরু হয়েছে ওই বাড়ির বেআইনি অংশ ভাঙার কাজ। এদিকে এদিনও ভাঙার কাজ শুরুর সময় আবাসিকরা বিক্ষোভ দেখান বলে জানা গেছে। অভিযোগ, ওই বাড়ি ভাঙতে গিয়ে পাশের একটি দোতলা বাড়ির বিভিন্ন জায়গায় ফাটল ধরে।