এই মুহূর্তে জেলা

উত্তরাখন্ডে টানেলে আটক থাকা শ্রমিকদের সুস্থভাবে উদ্ধারের কামনায় হাওড়ায় যজ্ঞ।


হাওড়া, ২৩ নভেম্বর:- উত্তরাখণ্ডের টানেলে আটকে থাকা ৪১ জন শ্রমিককে সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য হোম যজ্ঞের আয়োজন করা হলো হাওড়ার। আজ সকালে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের গঙ্গার ধারে পঞ্চমুখী হনুমান মন্দিরে যজ্ঞের আয়োজন করা হয়। হোম যজ্ঞ পুজোপাঠের মধ্যে দিয়ে একচল্লিশ জন শ্রমিক যাতে সুস্থভাবে তাদের পরিবারের কাছে ফিরতে পারে সেই জন্য এই পুজোপাঠ করা হলো। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই বলেন এরা টানেলের মধ্যে আটকে রয়েছেন আমরা সকলেই জানি। ঈশ্বরকে প্রার্থনা করলে সবকিছু কাজ সম্পন্ন হয়। সেই জন্যই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনায় এই হোম যজ্ঞের আয়োজন করেছি যাতে শ্রমিক ভাইরা সকলে সুস্থ অবস্থায় তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারেন।