এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে চিৎপুরের যাত্রা দলের কলাকুশলীরা।


হুগলি, ১৬ নভেম্বর:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রা দলের শিল্পীরা!
সিঙ্গুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে চিৎপুরের যাত্রা দলের কলাকুশলীরা। ঘটনায় আহত ১২জন ভর্তি সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতার চিৎপুর এর “নিউ দেবাঞ্জলি অপেরা” যাত্রা দলের সদস্যরা গতকাল রাতে বর্ধমানের খন্ডখোষ থেকে যাত্রা শেষে ফিরছিলেন জাতীয় সড়ক ধরে। “ফুলেশ্বরীর ফুলশয্যা” নামক আজ ও যাত্রাদলের পালা আছে নামখানা এলাকায়। অভিনয় শিল্পী, মেক আপ ম্যান, আলোক সজ্জ্বার কর্মী, মিউজিশিয়ান সহ মোট ১৯জন বাসে ছিলেন। পথে আজ সকালে বাসটি সিঙ্গুরের খাসেরভেড়ি এলাকায় জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল, কয়েকজন কলা কুশলীরা নেমে প্রাতকৃত্য করতে গিয়েছিলেন। বেশ কয়েকজন তখনো বাসে ছিলেন। বাসে থাকা শিল্পীদের দাবি ,হঠাৎই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে সজোরে ধাক্কা মারে। বাসটি রাস্তার ধারে গার্ড রেলিং ভেঙে পাশের জঙ্গলে ঢুকে যায়।

দুমড়ে, মুচড়ে যায় বাসের পিছনের অংশটি। নিচে থাকা কলা কুশলীরা ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে আছে সিঙ্গুর থানার পুলিশ। বাসের ভেতর থেকে কলাকুশলীদের উদ্ধার করে স্থানীয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ১২জনকে। ঘটনাস্থল থেকে বাসটিকে সরিয়ে নিয়ে যাবার কাজ চালাচ্ছে পুলিশ। যাত্রাদলের এক অভিনেত্রী কৃষ্ণা মিশ্র জানান, বাসের ভেতরে আমি ঘুমোচ্ছিলাম। হঠাৎই একটা ধাক্কা খাবার পর যখন চেতনা আসে দেখি, পিছনের সবাই আমার ঘাড়ের উপর উঠে পড়েছে। সবাই চিৎকার করছে। আমি দৃশ্যটা দেখে কেঁদে ফেলি। আরেক শিল্পী স্বাথী দে জানান, আমরা কয়েকজন প্রাতকৃত্য করতে যাই। তখন পিছন থেকে একটা লরি এসে সজোরে ধাক্কা মারে। ঘটনায় প্রায় ১২জন আহত হয়েছে। তিন চার গুরুতর আহত হয়েছে। সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গেছে, ১২ জনের ভেতর ১০ জনের মাথায় চোট আঘাত থাকার কারণে তাদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।