এই মুহূর্তে জেলা

হাওড়ার সালকিয়ায় স্কুলে দু:সাহসিক চুরি।


হাওড়া, ১৬ নভেম্বর:- পুজোর ছুটির পর স্কুল খুলতে এসে চক্ষু চড়কগাছ স্কুল কর্তৃপক্ষের। দেখা গেলো স্কুলের জানালা কেটে স্কুলের কম্পিউটার থেকে বাসনপত্র, ও চুরি গিয়েছে বহু সামগ্রী। চুরি গিয়েছে সিসিটিভির হার্ড ডিস্ক থেকে ক্যামেরাও।

হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত সালকিয়ার একটি হাইস্কুলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এর জেরে নিরাপত্তাহীনতায় ভুগছে স্কুল কর্তৃপক্ষ। সন্ধ্যা থেকে ওই এলাকায় স্কুল চত্বরে অসামাজিক কাজকর্মেরও অভিযোগ উঠেছে।