হাওড়া, ১১ নভেম্বর:- শুক্রবার সাতসকালে হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী অগ্নিকান্ডে চারটি কারখানা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন গভীর রাতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ার বালি হল্টের কাছে। রাত তিনটে নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়ক বালি হল্টের কাছে একটি খড় বোঝাই লরিতে আগুন লাগে।
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন যায়। প্রায় এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। লরিটির ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। আগুন লাগার কারণে রাতে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে, দমকলের তৎপরতায় লরিটির আগুনে কোন ক্ষতি হয়নি। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়েও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।