হুগলি, ১০ নভেম্বর:- কানাইপুর অঞ্চল তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো।এদিন বড়বহেড়া এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ, বৈদ্যবাটি পুরসভার উপপুরপ্রধান শান্তনু কুমার দত্ত, জেলা তৃণমূলের সম্পাদক আচ্ছেলাল যাদব,হুগলি জেলা যুব সাধারণ সম্পাদক অপরূপ মাজি,জয় হিন্দ বাহিনীর অঞ্চল সভাপতি পার্থ প্রদীপ ঘোষ, কোন্নগর সভাপতি জয়ন্ত চক্রবর্তী,নবগ্রাম অঞ্চল সভাপতি টুলটুল দে,
শ্রমিক নেতা রাজকুমার ঘোষ, পঞ্চায়েত সদস্য নন্দ দুলাল নস্কর, পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী, সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মীরা। এদিনের বিজয়া সন্মেলনে তৃণমূল কংগ্রেস দলের পুরনো দিনের কর্মী ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এদিন কানাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের যে নেতা কর্মীরা বসে গিয়েছিলেন তাদের এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি সুবীর ঘোষ বলেন, দলের সকলে এক জায়গায় হয়ে এই অনুষ্ঠান করা হয়। আগামী দিনে লোকসভা ভোটে দেশে বিজেপি দলকে হারাবার বার্তা দেন জেলা সভাপতি।