এই মুহূর্তে জেলা

আজ থেকে নতুন ভাবে পথ চলা শুরু করলো মনিকমল হসপিটাল।

তরুণ মুখোপাধ্যায়, ১ জুলাই:- প্রবাদ প্রতিম চিকিৎসক ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন নূতনভাবে পথ চলা শুরু করলো শ্রীরামপুরের অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্র মনিকমল হসপিটাল। ১৯৯৯ সালে হুগলি জেলা সহ আশপাশের এলাকার বেহাল চিকিৎসা ব্যবস্থা দেখে প্রয়াতঃ প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায় শ্রীরামপুর দিল্লি রোড উপর ১৩ বিঘা জমির উপর ২০০ শয্যার হাসপাতালটি গড়ে তোলেন। সিটি স্ক্যান আইসিইউ প্লাস্টিক সার্জারি সাপে কাটা রোগীর চিকিৎসা ব্যবস্থা আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব সহ কমপ্লিট হাসপাতালটির পথ চলা শুরু হয়। উত্তরপাড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত অসুস্থ মানুষের আধুনিক চিকিৎসা কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু হঠাৎই প্রয়াত হন মনিকমল হসপিটাল এর প্রতিষ্ঠাতা কর্ণধার অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায়।

ফলে এলাকার বিস্তীর্ণ অঞ্চলে মানুষের স্বাস্থ্য পরিষেবার অনেকটা ঘাটতি দেখা যায। দীর্ঘদিন পর স্বরাজ বাবুর সহধর্মিনী ইন্দ্রানী মুখোপাধ্যায় রাজ্য সরকারের উন্নত স্বাস্থ্যব্যবস্থা সঙ্গে শামিল হতে পুনরায় এই চিকিৎসা কেন্দ্রটি চালু করার সিদ্ধান্ত নেন। সেইমতো আজ ডক্টরস ডের পুণ্য লগ্নে এটি সাধারণ মানুষদের স্বাস্থ্য পরিষেবার জন্য খুলে দেয়া হলো। নূতনভাবে সেজে ওঠা হাসপাড়ালটির উদ্বোধন করলেন বিশিষ্ট চিকিৎসক এবং সর্বভারতীয় আই এম এর প্রাক্তন সভাপতি বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ এবং রাজ্য সরকারের মন্ত্রী ডাক্তার রত্না দে নাগ, বিধায়ক অরিন্দম গুঁইন। তারা ইন্দ্রানী দেবীর এই প্রয়াসকে ভূয়শী প্রশংসা করেন এবং রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় হাসপাতালটি যুক্ত হওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানান মনিকমল হাসপাতালের কর্ণধার ইন্দ্রানী মুখোপাধ্যায় এবং সঙ্গীত মুখোপাধ্যায়।