এই মুহূর্তে জেলা

নাতিকে নিয়ে রেল লাইন পারাপারের সময় মর্মান্তিক মৃত্যু দিদিমার।


হুগলি, ১০ নভেম্বর:- নাতিকে নিয়ে রেল লাইন পার হচ্ছিলেন দিদিমা। রেল ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল দিদিমা সন্ধ্যা রাজভরের (৪২)। গুরুতর জখম অবস্থায় দু’বছরের নাতি ইয়াস সিংহকে নিয়ে যাওয়া হয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। বৃহস্পতিবার সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলি স্টেশনে ২ নম্বর রেল লাইনে।

ওই স্টেশনের কাছেই আদর্শনগর রেল কোয়ার্টারের কাছের বাসিন্দা ছিলেন সন্ধ্যা। কিছুদিন আগেই মেয়ের পরিবার সেখানে বেড়াতে আসেন। স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে নাতিকে কোলে নিয়ে একটি চিটফান্ডে ঋণ পরিশোধ করতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।