হাওড়া, ৮ নভেম্বর:- হাওড়া সিটি পুলিশের আয়োজনে বুধবার হয়ে গেল কালীপুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজোর সমন্বয় বৈঠক। হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দীপাপপ্রিয়া, পুলিশ কমিশনার প্রভীন কুমার ত্রিপাঠী প্রমুখ। এদিন অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার জানান, তাঁদের তরফ থেকে বাজি বাজারের ব্যবসায়ীদেরকে সব রকম সহযোগিতা করা হচ্ছে। অনেক সময় নতুন কিছু বিষয় চলে আসে।
সেগুলো সামনে রেখে সিদ্ধান্ত নিতে হয়। কারও যাতে কোন অসুবিধা না হয় সেই জন্য পুলিশ এবং প্রশাসন যৌথভাবে জায়গা দেখে পরিকল্পনা করে সকলের সঙ্গে বৈঠকে বসা হয়েছে। চেষ্টা করা হবে বাজি বাজারের ব্যবসায়ীদের যাতে কোনও অসুবিধে না হয়। আবাসিকদের বাজি পোড়ানো প্রসঙ্গে তাঁর বক্তব্য, প্রশাসন ও পুলিশের সঙ্গে বহুতলের আবাসিকদের আলাদা করে বৈঠক হয়েছে। ওই দিন প্রতিটি জায়গায় পুলিশের দখলদারি থাকে। এর পরেও কেউ সচেতন না হলে বা নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে তাদের আটকও করা হয়।