কলকাতা, ৮ নভেম্বর:- রাজ্য বিধানসভায় সম্প্রতিক কালে পাস হওয়া বিভিন্ন বিল রাজ্যপালের অনুমোদনের জন্য আটকে রয়েছে বলে রাজ্য সরকার ও বিধানসভার অধ্যক্ষের তোলা অভিযোগ রাজভবন খারিজ করে দিয়েছে। রাজ্যের তরফে যে ২২ টি বিল রাজভবনে পড়ে থাকার অভিযোগ তোলা হয়েছে তার একটিও আটকে রাখা হয়নি বলে রাজভবনের তরফে পাল্টা বিবৃতি দিয়ে জানানো হয়েছে। অভিযোগ পর্যালোচনা করতে রাজ্যপাল আজ রাজভবনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। এরপরেই রাজভবনের তরফে ওই বিলগুলির প্রত্যেকটির বর্তমান অবস্থা বিবৃতি দিয়ে জানানো হয়। সেখানে দাবি করা হয়েছে, আলোচ্য বিলগুলির মধ্যে ১২ টি বিল সম্পর্কে রাজ্য সরকারের ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছিল।
তা এখনো মেলেনি। রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসানোর জন্য বিধানসভায় পাস হওয়া সংশোধনী সহ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সাতটি বিল বর্তমানে বিচারাধীন। একই রকম ভাবে দুটি বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য আটকে রয়েছে। অন্য একটি বিল শর্তসাপেক্ষে রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। বিতর্কিত বিলগুলি সম্পর্কে রাজভবনের এই পর্যবেক্ষণ আজ রাজ্য সরকার কেউ জানিয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যে সমস্ত বিল রাজ্য সরকারের ব্যাখ্যার জন্য আটকে রয়েছে, সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী এবং সচিবের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেগুলি দ্রুত নিষ্পত্তি করতে রাজ্যপাল একটি নতুন কর্মসূচীর ও সূচনা করেছেন। ‘স্পিড,’ নামে এই কর্মসূচিতে বিভিন্ন বিষয় রাজ্যপালের অনুমোদন সংক্রান্ত বিষয়টি আরো ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।