এই মুহূর্তে জেলা

আরামবাগে লরি ও বাইকের সংঘর্ষে ভয়াবহ আগুন লরিতে।


হুগলি, ৭ নভেম্বর:- আরামবাগ, লরি বাইকের সংঘর্ষ। লরিতে ভয়াবহ আগুন আশঙ্কাজনক বাইক আরোহী। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড। জানা গেছে, আরামবাগ থেকে গো কাঠের দিকে যাচ্ছিল এক বাইক আরোহী। অপরদিকে আসছিল একটি লরি ওই সময় লরিটির সাথে বাইকের সংঘর্ষ হয়। মোটর বাইকটি লরিটির নিচে ঢুকে যায়। লরির নিচে বাইকে চালক লরিটের চাকার ভিতরে পড়ে যায় অল্পের জন্য বেঁচে যায় ওই ব্যক্তি।

এরপরেই হঠাৎ করে লরিটি আগুন লেগে যায়। জ্বলতে থাকে দাউদাউ করে। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ও ফায়ার বিগেট ছুটে যায়। দমকল বাহিনী আমূল নেভানোর চেষ্টা চালায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ নিয়ন্ত্রনে আনে। আহত ব্যক্তিকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়।