এই মুহূর্তে জেলা

টিকিয়াপাড়ায় শিশু খুন-কান্ডে জেঠিমা গ্রেফতার।

হাওড়া, ৭ আগস্ট:- টিকিয়াপাড়ার শিশু খুনের ঘটনায় জেঠিমা সহ পরিবারের চার সদস্যকে শনিবারই আটক করেছিল পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের পর জেঠিমা শামা পারভীনকে পুলিশ গ্রেফতার করে। ধৃতকে রবিবার দুপুরে হাওড়া জেলা আদালতে তোলা হয়। এদিন আদালতে তোলার আগে ধৃত জেঠিমাকে মেডিকেল চেক আপের জন্য হাওড়া জেলা হাসপাতালে আনা হলে সেখানে উপস্থিত সংবাদমাধ্যম তাঁকে খুনের কারণ জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি। প্রসঙ্গত, সদ্যোজাত শিশুকে খুনের অভিযোগেই গ্রেফতার হন শিশুটির জেঠিমা। শনিবার হাওড়ার টিকিয়াপাড়ার শ্রীনাথ পোড়েল লেনের একটি ফ্ল্যাটের রান্না ঘরের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় চার দিনের মৃত শিশু।

এই ঘটনার তদন্তে নেমে হাওড়া থানার পুলিশ শনিবারই শিশুর জেঠিমা শামা পারভীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রের খবর, তার বক্তব্যে নানা ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়। রাতভর পুলিশি জেরায় তিনি কার্যত ভেঙে পড়েন। পারিপার্শ্বিক প্রমাণ এবং জেরার ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ঈর্ষা এবং আক্রোশ থেকেই চার দিনের ভাইপোকে খুন করেন জেঠিমা শামা পারভীন। ধৃতকে রবিবার হাওড়া আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়েছে।