হাওড়া, ৩ নভেম্বর:- ব্যাঙ্ক থেকে পেনসনের টাকা তুলে ফেরার পথে রাস্তাতেই টাকার ব্যাগ লুট হলো এক বয়স্কা মহিলার। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার জগৎবল্লভপুরে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে এক ছিনতাইবাজের কবলে পড়েন ওই বৃদ্ধা। ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে ছিনতাই করা হয় টাকার ব্যাগ।
বাইকে করে আসা হেলমেট পরা এক ছিনতাইবাজ ওই টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। হামলায় চোট পান বৃদ্ধা। পেনসনের টাকা ব্যাঙ্ক থেকে তুলে একাই বাড়ি ফিরছলেন তিনি। ব্যাগে ছিল ২০ হাজার টাকা। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। প্রসঙ্গত, জগৎবল্লভপুরে গত মাসে বেশ কয়েকটি চুরি, ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ।