হাওড়া, ২৬ অক্টোবর:- বৃহস্পতিবার দ্বাদশীর সন্ধ্যায় দুর্গাপুজোর কার্নিভাল হলো হাওড়ায়। হাওড়ার এই পুজো কার্নিভালে অংশ নেয় প্রায় ২০টি পুজো কমিটি। এদিন বিকেল ৫টায় শুরু হয় কার্নিভাল। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়ার জেলাশাসক পী. দীপাপ্রিয়া, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রভীণ কুমার ত্রিপাঠী, বিধায়ক প্রিয়া পাল, কল্যাণ ঘোষ, সীতানাথ ঘোষ সহ অন্যান্যরা। দুর্গাপুজোকে ইউনেস্কো’র আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে জেলার সেরা দুর্গা প্রতিমাগুলির বিসর্জন উপলক্ষে এদিন হাওড়াতেও এই পুজো কার্নিভাল অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় হাওড়ার গ্র্যান্ড ফোরশোর রোডে ওই দুর্গাপূজা কার্নিভাল অনুষ্ঠিত হয়। জেলার সেরা পুজো কমিটিগুলি এই কার্নিভালে অংশগ্রহণ করছে বলে হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, এবারের হাওড়ার পুজো কার্নিভালে বেলুড়ের বিবেকানন্দ সম্মিলনী দুর্গাপূজা কমিটি, ব্যাঁটরা থানা এলাকার ব্যাঁটরা মহিলা সংঘ, দাসনগরের বালিটিকুরি নেতাজী বালক সংঘ, দাশনগরের দাসনগর যুব সংঘ, হাওড়ার রামকৃষ্ণ স্বামীজী স্মৃতি সংঘ, হাওড়ার রামকৃষ্ণপুর সার্বজনীন দুর্গোৎসব, হাওড়ার জনতা কল্যাণ সংঘ, ডোমজুড়ের সলপ মঠবাগান সংঘ, সাঁকরাইলের দুইল্যা আমরা সবাই, লিলুয়ার জে রোড বেলগাছিইয়া ছাত্র মিলন সংঘ, মালিপাঁচঘড়ার জটাধারী পার্ক, মালিপাঁচঘড়ার শান্তি সংঘ, জগাছার আড়ুপাড়া মিলন সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি, জগাছার পশ্চিম জগাছা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, জগাছার ইছাপুর মিলন সংঘ, শিবপুরের নতুনপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি, শিবপুরের রামকৃষ্ণপুর ভারত বাহিনী (মহিলা পুজো), ছোট রামতলা পল্লীবাসী মহিলাবৃন্দ এবং গোলাবাড়ির ঘাসবাগান স্পোর্টিং ক্লাব সহ মোট ২০টি পুজো কমিটি অংশগ্রহণ করে। এদিনের কার্নিভালের শোভাযাত্রার প্রথমেই ছিল পুলিশের ২টি ট্রাফিক বুলেট, এরপর পর্যায়ক্রমে হাওড়া সিটি পুলিশের উইনার্স টিম, পুলিশের ব্যান্ড, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শঙ্খধ্বনি, জেলা তথ্য সংষ্কৃতি দপ্তরের লোক প্রসার প্রকল্প টিম ছিল। সবশেষে ছিল পুজো কমিটিগুলি।