এই মুহূর্তে জেলা

হাওড়ার জগৎবল্লভপুরেও ঠাকুর ভাসান ঘিরে সংঘর্ষ, উত্তেজনা।

হাওড়া, ২৫ অক্টোবর:- হাওড়া জগৎবল্লভপুরেও ভাসান ঘিরে সংঘর্ষ। দুই পাড়ার সংঘর্ষে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুরের পাতিহাল এলাকা।

অভিযোগ, স্থানীয় একটি বারওয়ারি পুজোর ভাসানের সময় ভাসানে নাচানাচি ও কোন পাড়ার লোক আগে যাবে তা নিয়ে প্রথমে বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। কিছুক্ষণ পর প্রাথমিকভাবে তা থেমে গেলেও ভাসানের পর বাড়ি বাড়ি হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত হয়েছেন বহু মহিলাও।