হুগলি, ২৫ অক্টোবর:- সারা রাজ্যের পাশাপাশি হুগলির রিষড়াতেও দুর্গা প্রতিমার বিসর্জন পর্ব নির্বিঘ্নে সমাপন হল। এবছর রিষড়া শহর জুড়ে ছোট-বড় বারওয়ারি এবং বাড়ির প্রতিমা মিলিয়ে প্রায় একশোরও বেশি পূজা অনুষ্ঠিত হয়েছিল। পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হবার জন্য এই চারদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এর সঙ্গে স্থানীয় প্রশাসন পৌরসভার পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। দশমী এবং একাদশীর দিন রিষড়াতে বিভিন্ন গঙ্গার ঘাটে নিরঞ্জন পর্ব অনুষ্ঠিত হয়। রিষড়া থানার অফিসার ইনচার্জ সঞ্জয় সরকারের নেতৃত্বে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী পূজোর দিনগুলি নিশ্চিত্ত নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি দশমী ও একাদশীর দিন প্রতিমা নিরঞ্জনের সময় প্রতিটি ঘাটে তীক্ষ্ণ নজর ছিল তাদের।
ডুবুরি, স্পিড বোট সর্বক্ষণ গঙ্গা পক্ষে টহল দিয়েছিল এছাড়াও স্থানীয় পৌর প্রশাসনের পক্ষ থেকেও পুরপ্রধান বিজয় সাগর মিশ্রর নেতৃত্বে পুর প্রশাসনও পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছিল। পুরসভার ঘাট গুলিতে আলোর বন্দোবস্ত সহ যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তার ঘাট মেরামতির কাজ যেমন হয়েছিল তার সঙ্গে সঙ্গে এই পুজোর চার দিন শহর জুড়ে যে সমস্ত জঞ্জাল জমা হয়েছিল সেগুলো পুরসভার সাফাই বিভাগের কর্মচারীরা দক্ষতার সঙ্গে সাফ করেছেন। পুরো প্রধান বিজয় সাগর পাশাপাশি পুর সদস্য মনোজ গোস্বামী, অভিজিৎ দাস সহ অন্যান্য পুর সদস্যরাও এত বড় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করেছেন।