কলকাতা, ১৯ অক্টোবর:- হাওড়ার শানপুরে মহা পঞ্চমীর সন্ধ্যায় পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি অশুভ শক্তির পরাস্ত করে শুভ শক্তির উত্তরণ ঘটাতে মায়ের কাছে প্রার্থনা জানান। শুভেন্দু অধিকারী বলেন, ‘সবকিছু কিন্তু আপনার আমার ইচ্ছে অনুযায়ী হবেনা।
পঞ্জিকা শাস্ত্র মেনে আমরা চলি। সেই শাস্ত্র নিয়ম সময় মেনেই আমাদের দুর্গাপূজার সব কাজ আমরা করব। আমরা যেন সমস্ত অশুভ শক্তির পরাস্ত করে শুভ শক্তির উত্তরণ ঘটাতে পারি দেবী মায়ের কাছে এই প্রার্থনা জানাই। পরবর্তী সময়ে এখানে এলে অন্য বিষয়ে কথা হবে।’