এই মুহূর্তে কলকাতা

কলকাতা শহরের রাস্তায় এবার ছুটবে মুখ্যমন্ত্রীর ডিজাইন করার ট্রাম।

কলকাতা, ১৯ অক্টোবর:- এবার শহরের রাস্তায় ছুটবে মুখ্যমন্ত্রীর ডিজাইন করা ট্রাম। কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। পঞ্চমীতে তারই সূচনা করেছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য পরিবহন নিগমের সভাপতি বিধায়ক মদন মিত্র। পুজোর কটাদিন ঠাকুর দর্শনের সঙ্গে উপরি পাওনা সুসজ্জিত ট্রামে ভ্রমণ৷ নতুন ট্রামের ডিজাইন করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। পুজোর পরে শহরের পথে পথে নিয়মিত দেখা যাবে রংচঙে ট্রাম। স্নেহাশিস চক্রবর্তী বলেছেন কোনওভাবেই কলকাতা থেকে ট্রাম উঠে যাবে না। শহরে অন্য সবকিছুর সঙ্গেই ট্রামও বাঁচবে। তবে কলকাতায় রাস্তা তুলনায় গাড়ির সংখ্যা অনেক বেশি।

তাই ব্যস্ততম রাস্তায় আর ট্রাম চলবে না। মদন মিত্র বলেন, ট্রাম কে কলকাতার বাইরে দমদম, গড়িয়া বেহালা ঠাকুরপুকুর অঞ্চলে নতুন করে ট্রাম চালানোর পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া বেহালা – খিদিরপুর ভায়া ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া রুটে বহুদিন বন্ধ থাকা ট্রাম রুট টি আগামী কালীপুজোর মধ্যে চালু করা হবে বলে তিনি জানান। ১৮৭৩-র ২৪ ফেব্রুয়ারি শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রথম ট্রামের চাকা গড়িয়েছিল। তবে সেই ট্রাম ছিল ঘোড়ায় টানা। ১৯০২-র ২৭ মার্চ কলকাতায় প্রথম বিদ্যুৎচালিত ট্রামের সূচনা হয়।