এই মুহূর্তে জেলা

সরকারি বাস ডিপোতে ঢুকে হামলা দুষ্কৃতিদের।

হাওড়া, ১৯ অক্টোবর:- চতুর্থীর রাতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠলো হাওড়ার সরকারি বাস ডিপোতে। অভিযোগ, সরকারি বাস ডিপোতে ঢুকে মদ্যপান ও চুরির চেষ্টা। বাধা দেওয়াতেই চলে হামলা। ঘটনায় গুরুতর আহত হন এক নিরপত্তারক্ষী, সেখানে ব্যাপক ইট বৃষ্টি হয়। ভাঙা হয় বাস।

লাঠি ইট নিয়ে চলে হামলা। ঘটনায় এখনও পর্যন্ত আটক তিন। ঘটনার তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ। হাওড়ার মল্লিক ফটক এলাকার পি কে ব্যানার্জী রোডের ঘটনায় উত্তেজনা।