কোচবিহার,১৮ এপ্রিল;- নতুন করে কোচবিহার থেকে পাঠানো আরও ৯ জনের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরীক্ষা করোনা নেগেটিভ এসেছে। আজ এখবর জানিয়েছেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। গতকাল পর্যন্ত জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মোট ২০ জনের লালা রস সংগ্রহ করে পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিন বাকি ৯ জনেরও করোনা টেস্ট নেগেটিভ আসল বলে জানা গিয়েছে।কোচবিহার জেলার একদিকে বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে অসম সীমান্ত।তাই শুরু থেকেই জেলা প্রশাসন কোচবিহারে ব্যাপক সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করে। সীমান্ত দিয়ে পারাপার হওয়া সমস্ত মানুষের স্ক্রিনিং করানো হয়। জেলার ভিতরেও বাজার গুলোতে সেভাবে ভিড় জমতে না দেওয়া। ফাঁকা মাঠে অস্থায়ী ভাবে বাজার তৈরি করে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ। ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের কাউকে হোম কোয়ারিন্টনে কাউকে আবার সরকারি ভাবে ব্যবস্থা করা কোয়ারেন্টনে রাখা হয়। আর সেই কারনেই কোচবিহার জেলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার কোন খবর নেই বলে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন।