এই মুহূর্তে জেলা

পুজোর মুখে হাওড়ায় অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতিতে দুর্ভোগে সাধারণ মানুষ।

হাওড়া, ১৫ অক্টোবর:- পুজোর মুখে হাওড়ায় অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার মহালয়ার দিন থেকে তাদের লাগাতার কর্মবিরতির জেরে শহরের ভ্যাট উপচে রাস্তায় ডাঁই হয়ে রয়েছে নোংরা আবর্জনা। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ হাওড়া শহরে। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের তরফ থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে বেতন বৃদ্ধি সহ মোট নয় দফা দাবিতে।

শনিবার থেকে শুরু হয়েছে এই কর্মবিরতি। রবিবার সকালেও বরো অফিসের সামনে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। এদের অভিযোগ, কর্মবিরতির ডাক দেওয়া হলেও অনেক ওয়ার্ডে জোর করে হুমকি দিয়ে অনেক সাফাই কর্মীকে কাজে নামতে বাধ্য করা হয়েছে।