এই মুহূর্তে কলকাতা

উপাচার্য নিয়োগে আলোচনা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের।

কলকাতা, ১৩ অক্টোবর:- রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা করতে চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আদালতের নির্দেশ মেনেই তৎপরতার সঙ্গে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে এই আলোচনা চাওয়া হয়েছে বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর হাইকোর্টের নির্দেশ মেনে বুধবারই এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে৷ এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর দফতর বা রাজভবন থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বৃহস্পতিবার কালীঘাটে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন ,‘রাজ্যপাল যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, আমি সেই সিদ্ধান্তকে স্বাগত জানালাম৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, সেটি সঠিক সিদ্ধান্ত৷ উনি আলোচনায় বসতে চেয়েছেন এটা ইতিবাচক।’ একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের অভিযোগ ছিল বিপুল৷ একাধিক বার তীব্র ভাষায় রাজ্যপালকে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ শাসকদলের নানা নেতামন্ত্রীরা৷ তার মধ্যে রাজভবনের সামনে অন্য ইস্যুতে ধর্নাতেও বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই সংঘাতের আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷