হাওড়া, ৯ অক্টোবর:- শাসক দলের দুই ‘গোষ্ঠীর’ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার নিশ্চিন্দার অভয়নগর এলাকা। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় মোতায়েন রয়েছে র্যাফ এবং পুলিশ ফোর্স। ‘গোষ্ঠীকোন্দলে’র অভিযোগ ঘিরে উত্তেজনা নিশ্চিন্দার অভয়নগর-২ এলাকায়। অভিযোগ, ওই ঘটনায় একাধিক বাড়ি, হোটেল ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন। এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। অভিযোগ, পঞ্চায়েত ভোটে দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হন খোকন গায়েনের অনুগামী।
এদিকে, সে সময় সরাসরি খোকনের পাশে না দাঁড়ালেও তাঁকে সমর্থন করেন তৃণমূল নেতা ষষ্ঠী গায়েন। অন্যদিকে, তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন অপর গোষ্ঠীর অসিত গায়েনের স্ত্রী। সোমবার অসিত গায়েনের সাথে খোকন গায়েনের জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে গন্ডগোল হয়। সেই গন্ডগোলের রেশ ছড়ায় গোটা এলাকায়। অভিযোগ, এক গোষ্ঠীর লোকজন ভাঙচুর করে বাড়ি ও হোটেলে। অভিযোগ, এর পাল্টা হিসেবে মঙ্গলবার সকালে হামলা চালায় অপর গোষ্ঠী। হামলা এবং পাল্টা হামলায় সোমবার রাত থেকেই দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। নামানো হয়েছে বিশাল পুলিশ ও র্যাফ।