কৃষ্ণনগর, ৮ অক্টোবর:- পৌরসভা নিয়োগ সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে নদীয়ার কৃষ্ণনগরে সিবিআই এর প্রতিনিধিদল। কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন পৌরপতি অসীম সাহার বাড়িতে সকাল সাড়ে ১১ টা নাগাদ ৪ সদস্যের সিবিআই এর প্রতিনিধি দল হানা দেয়। প্রসঙ্গত ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত কৃষ্ণনগর পৌরসভা নিয়োগ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল।
সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। আদালতে নির্দেশ অনুযায়ী কয়েক মাস আগে কৃষ্ণনগর পৌরসভায় সিবিআই এর প্রতিনিধি দল হানা দেয়। পৌর আধিকারিকদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি। সেই নিয়োগ সংক্রান্ত তদন্তে ফের আজ কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহার শক্তিনগরের বাড়িতে হানা দিল সিবিআই ৪ সদস্যের প্রতিনিধি। দীর্ঘক্ষণ ধরে বাড়ির ভেতরে চলছে তদন্ত ও জিজ্ঞাসাবাদ।