কলকাতা , ২৯ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৮৮ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৮৯ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৬৫ হাজার ৬৯২ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে তিন লাখ ২১ হাজার ৮৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার বেড়ে ৮৮ দশমিক ২ শতাংশ হয়েছে। গত ২৪ ঘন্টায় তিন হাজার ৯৪৫ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই সময়ে আরও ৬১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৪ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৫ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ৭২৫ জন। যার মধ্যে ২ হাজার ১৭২ জন কলকাতা ও এক হাজার ৫৪১ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ৩৭ হাজার ৯৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৪৪ লাখ ৬৮ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষা করা হলো।