হাওড়া, ৮ অক্টোবর:- ডেঙ্গু পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে এবার ‘যমরাজে’র দেখা মিলল হাওড়ার রাস্তায়। রবিবার হাওড়ার ২৯ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় দেখা যায় এই ‘যমরাজ’কে। যে সকল মানুষজন রাস্তায় বেরিয়েছেন বা দোকানে বিক্রেতা, ক্রেতাদের কাছে নিজেই হাজির হয়ে যান ‘যমরাজ’ স্বয়ং।
সকলে যাতে ডেঙ্গু নিয়ে সচেতন হন সেই সচেতনতার বার্তা দেন ‘যমরাজ’। এদিন ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শৈলেশ রাই ‘যমরাজ’কে নিয়ে হাওড়ার রাস্তায় ঘুরে ডেঙ্গু সচেতনতার বার্তা তুলে ধরেন।