হুগলি, ৭ অক্টোবর:- হিন্দ মোটরের বন্ধ কারখানার চত্বর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। প্রাতঃভবনে বেরিয়ে এলাকার মানুষ দেখতে পান একটি নিকাশি ড্রেনে যুবকের দেহ পরে রয়েছে।খবর যায় উত্তরপাড়া থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য নিয়ে যায়। ঠিক কি কারণে মৃত্যু হল যুবকের তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত যুবক অজ্ঞাত পরিচয়। এলাকার মানুষের অভিযোগ রাত বাড়লেই অসামাজিক কাজ বাড়ে। বন্ধ কারখানা চত্বরে মানুষের যাতায়াত থাকলেও আলোর ব্যবস্থা না থাকায় সমাজ বিরোধীদের আড্ডা হয়।
এনিয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয় স্থানীয়দের পক্ষ থেকে।হিন্দমোটের বিজেপি নেতা স্থানীয় বাসিন্দা পঙ্কজ রায়ের অভিযোগ প্রশাসন সতর্ক না হলে অসামাজিক কাজ বন্ধ হবে না। পুলিশ টহল বাড়ানোর দাবী করেন তিনি। অন্যদিকে তৃনমূলের উত্তরপাড়ার কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ মেনে নেন উত্তরপাড়ায় দুস্কৃতি দৌরাত্ম বারছে সে বিষয়ে। গত কয়েক মাসে বেশ কয়েকটি ছিনতাই এর ঘটনা ঘটেছে। তৃনমূল কাউন্সিলর বলেন, সন্ধা নামলেই নেশাখোরদের অঞ্চলে পরিনত হয় হিন্দমোটর কারখানা এলাকা। পুলিশের বাইক পেট্টোলিং বাড়াতে বলেন তিনিও।