এই মুহূর্তে কলকাতা

১০০ দিনের কাজের টাকা বাকি রেখে কর্মসংস্থানের পথ বন্ধ করেছে কেন্দ্র, দাবি প্রাক্তন অর্থমন্ত্রীর।

কলকাতা, ৭ অক্টোবর:- কেন্দ্রীয় সরকার আইনের তোয়াক্কা না করেই একশো দিনের কাজের প্রকল্পে রাজ্যের প্রায় ছ’হাজার কোটি টাকা বকেয়া রেখে গ্রামীণ কর্মসংস্থানের পথ বন্ধ করে দিয়েছে বলে প্রাক্তন অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র অভিযোগ করেছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং গণতন্ত্র ধ্বংস করারও তিনি অভিযোগ করেন। আজ এক সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, বিরোধী শাসিত রাজ্যগুলিতে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে হানা দেওয়ানো হচ্ছে।

এমনকি, বহু স্বেচ্ছাসেবী সংগঠনের লাইসেন্স বাতিল করা হচ্ছে। কিন্তু উল্টোদিকে আরএসএস-এর প্রভাবিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলি কী ভাবে বিদেশী অনুদান পাচ্ছে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। অমিত মিত্র বলেন, এই সকারের হাতে বিচার ব্যবস্থাও আক্রান্ত হচ্ছে। অন্তত ৭০ টি কলোজিয়াম এখনও বকেয়া আছে। তবে বেআইনি ভাবে বকেয়া রাখার বিরুদ্ধে কেন রাজ্য আদালতের দ্বারস্থ হচ্ছে না, সে প্রসঙ্গে তিনি বলেন অনেক সেচ্ছাসেবী সংস্থা এই বিষয় নিয়ে আদালতে গেছে। রাজ্য সরকার সেই সব মামলার গতি প্রকৃতির দিকে নজর রাখছে।