এই মুহূর্তে জেলা

শেষ হলো হুগলি আন্ত:জেলা টেবিল টেনিস প্রতিযোগিতা।

হুগলি, ৬ অক্টোবর:- শেষ হল হুগলি আন্তঃজেলা টেবিল টেনিস প্রতিযোগিতা। গত ২ রা অক্টোবর থেকে শুরু হয়েছিল প্রতিযোগিতা আজ হয় মূল পর্বের খেলা। প্রতিযোগিতায় ১৮ ক্লাবের ১৫০ জন প্রতিযোগী অংশ নেয়। বয়স ভিত্তিক এই খেলা ক্লাবের বিপক্ষে ক্লাব খেলে। এই ধরনের প্রতিযোগিতা বেশি করে হলে অনেক খেলোয়ার যেমন উঠে আসবে তেমনি প্রতিযোগিতার মানসিকতা ভাল খেলতে সাহায্য করবে বলে মনে করেন উদ্যোক্তারা।

চুঁচুড়া যুব সংঘ ক্লাবের পরিচালনা এই টেবিল টেনিস প্রতিযোগিতা উৎসাহ ছিল চোখে পরার মত। প্রাক্তন টেবিল টেনিস খেলোয়ার আশিষ দত্ত জানান, অনূর্ধ্ব পনেরো বছর বয়স পর্যন্ত ছেলে ও মেয়েরা এই খেলায় অংশ নেয়। হিন্দমোটর কোন্নগর চন্দননগর চুঁচুড়া সহ জেলার বিভন্ন জায়গা থেকে টেবিল টেনিস ক্লাব খেলতে আসে। বিজয়ী ও বিজিতদের পুরষ্কৃত করা হয় খেলা শেষে।