এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন প্রশাসন, মৃত্যু আরও দুজনের।

কলকাতা, ৩ অক্টোবর:- ডেঙ্গু নিয়ে চরম উদ্বিগ্ন প্রশাসন। রাজ্যে ডেঙ্গিতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ দমদমে ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন শ্যামলী বন্দ্যোপাধ্যায় নামে ৫৮ বছরের এক প্রৌঢ়া। দক্ষিণ দমদম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাঙুরের শ্যামাপ্রসাদ কলোনির বাসিন্দা শ্যামলীদেবী গত বেশ কয়েকদিন ধরে ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন। উল্টোডাঙার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয়। দক্ষিণ দমদম পুর এলাকায় এ পর্যন্ত ডেঙ্গিতে ৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার। অন্যদিকে, গতকাল সন্ধ্যায় মারা গিয়েছেন পরেশ সাউ নামে ঠাকুরপুকুরের এক বাসিন্দা। বেসরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এ পর্যন্ত ডেঙ্গিতে ৫৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ৪৬ হাজারে।

সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলায়। ডেঙ্গু মাথাব্যথার কারণ হয়ে উঠছে নবান্নের। সোমবারই নবান্নে একটি বিশেষ বৈঠক হয়েছে। ডেঙ্গু রোধে ৯ পদক্ষেপ করার কথা বলা হয়েছে। মৃত্যু ঠেকাতে এমআর বাঙুরে চিকিৎসায় বিশেষ নজর দিয়েছে নবান্ন। ৬৫ বছরের বেশি বয়স্কদের ভেক্টর কন্ট্রোল থেকে সরানোর নির্দেশ পুরসভাগুলিকে। ১২৭ পুরসভার মধ্যে ৫৫ পুরসভায় ডেঙ্গুর বিপদসঙ্কেত দেওয়া হয়েছে। প্রয়োজনে এজেন্সি দিয়ে জঞ্জাল সাফাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত, ব্লক স্তরে জঞ্জাল সাফাইয়ের পরিকাঠামো নির্মাণের কথা বলা হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু সচেতনতা প্রচারে জোর দেওয়া হচ্ছে।