হাওড়া, ৩ অক্টোবর:- ছাত্রদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার ব্যাঁটরার নরসিংহ দত্ত কলেজ। ওই কলেজের বি.কম পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ মঙ্গলবার তারা যখন ক্যান্টিন রুমে ছিলেন সেই সময় ইউনিয়ন রুম থেকে কিছু বহিরাগত এসে তাদের জোর করে বলপূর্বক ক্যান্টিন থেকে বের করে দেয়। তাদের উপর হামলা চালায়। এই ঘটনা এদিনই প্রথম নয় এর আগেও ঘটেছে, বারবার ঘটছে। তাদের দাবি, অবিলম্বে নরসিংহ দত্ত কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে এবং গেটে সিকিউরিটি দিয়ে পড়ুয়াদের পরিচয় দেখতে হবে।
আইডেন্টিটি কার্ড ছাড়া কাউকেই কলেজে প্রবেশ করতে দেওয়া যাবে না। এদিন এই দাবিতে কলেজের গেটের সামনে মাটিতে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছু ছাত্র-ছাত্রী। তাদের দাবি অবিলম্বে প্রিন্সিপাল ম্যাডামকে বিষয়টি হস্তক্ষেপ করতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে এদিনের ঘটনায় বহিরাগত ছাত্রদের সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।