হুগলি, ৩০ সেপ্টেম্বর:- ট্রেকিং এ গিয়ে তিনদিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল রাজীব বিশ্বাসের। মদমহেশ্বর থেকে রাশি নামার সময় শর্টকার্ট পথ নিতে গিয়ে নিখোঁজ হয়ে যান চন্দননগরের রাজীব। তিনদিন ধরে তার কোনো খোঁজ মিলছিল না। দুশ্চিন্তায় দিন কাটছিল পরিবারের। অবশেষে তার খোঁজ মিলেছে। একটি পাহাড়ি খরস্রোতা নদীর পারে বড় বড় পাথরের মাঝে দাঁড়িয়ে হাত নেরে উদ্ধারকারী দলের কাছে সাহায্য চাইছেন রাজীব সেই ছবি তুলে পাঠিয়েছে উত্তরাখণ্ডের উদ্ধারকারী দল।
শেষ পাওয়া খবর অনুযায়ী রাজীব বিশ্বাসকে উদ্ধার করে কোনো স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। উখিমঠ থানায় গিয়ে পৌঁছেছেন অভিযাত্রীর ভাগ্না। তবে রাজীবের সঙ্গে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। তাই তিনি কি ভাবে নিখোঁজ হলেন, তিন দিন কোথায় কি ভাবে রইলেন তা জানা যায়নি। তবে তার খোঁজ পাওয়া গেছে এতেই স্বস্তি চন্দননগরের বিশ্বাস বাড়িতে।