হুগলি, ২৮ সেপ্টেম্বর:- প্রেমিকার সাথে ঝগড়া করে মাঝ গঙ্গায় ঝাপ প্রেমিকের। ঘটনাটি ঘটেছে জগদ্দল গঙ্গা ঘাট এবং চন্দননগর গঙ্গা ঘাটের মাঝখানে। ইতিমধ্যেই গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ প্রমোদ চৌধুরী নামে ২২ বছরের যুবক। জানা গিয়েছে প্রমোদ চৌধুরী ও নীতিশ পাশওয়ান দুই বন্ধু প্রেমিকা নিয়ে চন্দননগর ঘুরতে গেছিল।
সেখান থেকে ফেরার পথে মাঝ গঙ্গায় প্রমোদ চৌধুরী প্রেমিকার সাথে ঝগড়া বাধে। তখনই প্রমোদ চৌধুরী মাঝ গঙ্গায় ঝাপ দেয়। সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে সতীশ পাশওয়ান তাকে বাঁচাতে গিয়েও ব্যর্থ হয়। নিখোঁজ যুবকের বাড়ি জগদ্দল আর্য্যসমাজ এলাকায়। এই মূহুর্তে ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী গঙ্গায় তল্লাশি অভিযান চালালেও এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি প্রমোদ চৌধুরীকে।