এই মুহূর্তে জেলা

সকালেই ভয়াবহ দুর্ঘটনা কামারপুকুরে।


হুগলি, ২৮ সেপ্টেম্বর:- সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা গোঘাটের কামারপুকুর বাইপাস সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের আর আহত হন আট জন। জানা গেছে প্রত্যেকদিনের মতই কামারপুকুর বাইপাস এলাকায় বেশ কয়েকটি মাছের গাড়ি, খালি করছিলেন স্থানীয় মানুষজন। তারা ওখান থেকে মাছগুলি মোটরসাইকেলে করে দূর দূরান্তের বাজারে নিয়ে যায়। অপরদিকে মেদিনীপুর দিক থেকে আসা একটি লরি দ্রুতগতিতে ধাক্কা মারে মাছের গাড়িতে।

অতিরিক্ত গতির কারণে তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আহত আটজন, আহতদের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, তিন জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেয়া হলেও পাঁচজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম অভিষেক মন্ডল বাড়ি কামারপুকুরের মধুবাটি এলাকায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে। এবং আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনাস্থলে গোঘাট পুলিশ।