এই মুহূর্তে জেলা

শহরে জল সরবরাহ নিয়ে বিশেষ উদ্যোগী হাওড়া পুরসভা। মন্দিরতলা থেকে চলছে পাইপ লাইন পাতার কাজ।

হাওড়া, ১ ফেব্রুয়ারি:- শহরে জল সরবরাহ নিয়ে বিশেষ উদ্যোগী হাওড়া পুরসভা। মন্দিরতলা থেকে চলছে পাইপ লাইন পাতার কাজ। পুরসভা সূত্রের খবর, পূর্বতন ৩৫, ৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডে জলের সমস্যা এবার পাকাপাকিভাবে দূর হতে চলেছে। সেই সঙ্গে ওই সমস্ত ওয়ার্ডের মানুষকে আর জল সমস্যায় ভুগতে হবেনা। পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, হাওড়া পুরসভার জলের দপ্তরের উদ্যোগে হাওড়ার শিবপুর মন্দিরতলা থেকে কাজিপাড়া অবধি এক কিলোমিটার পাইপ বসানো হচ্ছে। যেটা ওলাবিবিতলা ইউজিআরের সঙ্গে যুক্ত হবে।

আর এই ওলাবিবিতলা ইউজিআর দিয়ে এই জল পরিবহন করা হবে। যা নিয়ন্ত্রণ করবে দুটি ভাল্ব। খুব শীঘ্রই ওলাবিবিতলা ইউজিআর শুরু হবে। এক কিলোমিটার এই পাইপ লাইনের মধ্যে ইতিমধ্যেই সাতশো মিটার পাইপ লাইন পাতা হয়ে গিয়েছে। আগামী তিন চারদিনের মধ্যে এই পাইপলাইন পাতার কাজ শেষ হয়ে যাবে। তার ফলে এই তিনটি ওয়ার্ডের বাসিন্দাদের আর জল সমস্যা থাকবে না। পাশাপাশি তিনি আরও বলেন, জরুরিকালীন কিছু মেরামতির জন্য বুধবার দুপুরে ও সন্ধ্যায় জল সরবরাহ বন্ধ আছে হাওড়ায়। বি গার্ডেনে একটি এনআরভি ভাল্ব পাল্টানো হচ্ছে। পদ্মপুকুর প্ল্যান্টেও কিছু সারাইয়ের কাজ চলছে। এছাড়া বেলেপোলের কাছে দুটি সুইস ভাল্ব পাল্টানো হচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল  থেকেই হাওড়ায় জল সরবরাহ স্বাভাবিক হবে।