হুগলি, ২৭ সেপ্টেম্বর:- রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে আজ বুধবার বৈকাল সাড়ে পাঁচটা থেকে পান্ডুয়ার মেলাতলা থেকে কল বাজার পর্যন্ত মহামিছিল করল পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস। ব্লক তৃণমূল সূত্রে জানা যায় মূলত ১০০ দিনের কাজের বকেয়া মজুরি আদায়ের দাবিতে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ আজ বুধবার বৈকাল সাড়ে পাঁচটা থেকে পান্ডুয়া মেলা তলা থেকে এই মিছিল শুরু হয় সন্ধ্যা সাতটা নাগাদ শেষ হয় পান্ডুয়া কল বাজারে।
মিছিলে উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় ঘোষ পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ পান্ডুয়ার ১৬ টি অঞ্চল থেকে আশা বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা।