এই মুহূর্তে জেলা

বলাগড়ে স্করপিও গাড়ি নিয়ে এমভিআই অফিসার সেজে তোলাবাজি, গ্রেপ্তার তিন।

হুগলি, ৯ জানুয়ারি:- পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ২: ৪৫ মিনিট নাগাদ কালনার দিক থেকে এসটিকে রোড ধরে বলাগড়ের দিকে আসছিলেন প্রসূন ঘোষ। সেই সময় বলাগড় থানার নাটাগর ঘোষপুকুরের কাছে চেকিং এর নাম করে তার গাড়ি আটকায় তিনজন যুবক। তারা নিজেদের NVI এর অফিসার বলে পরিচয় দেয়। ঐ তিন যুবকের মধ্যে জয়ন্ত দাস নিজেকে NVI এর ইন্সপেক্টর বলে পরিচয় দিয়ে এবং প্রসূনের কাছ থেকে টাকা চাওয়া হয়। তখন তার সন্দেহ হওয়ায় তিনি বলাগড় থানার দ্বারস্থ হন এবং পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাদের কাছ থেকে পরিচয় জানার চেষ্টা করলে তারা বেশ কিছু অসংলগ্ন কথা বলতে থাকে।

এরপরে পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই তিন যুবক এনভিআই এর কেউ নয়। এরপরেই বেরিয়ে আসে আসল তথ্য, তিন যুবককেই গ্রেপ্তর করে বলাগড় থানা। তিন যুবকের বাড়ি হুগলি শেওড়াফুলি তে। ধৃতরা হল রঞ্জিত শীল (৩২),পঙ্কজ মণ্ডল (৩৫), জয়ন্ত দাস (৩৮)। আজ বলাগড় থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। তিনি জানান, ধৃতদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে। কিছু কাগজপত্র পাওয়া গেছে। বাকি বিষয়ে তদন্ত চলছে। আজ অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে আরো তল্লাশি চালানো হচ্ছে।