হুগলি, ১৪ সেপ্টেম্বর:- হুগলি নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে জেলা স্তরের ২০২৩ শে যুব উৎসব শুরু হল পান্ডুয়ার বৈঁচি জিটি রোড সংলগ্ন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। আজ বৃহস্পতিবার বেলা একটা নাঘাত জাতীয় পতাকা উত্তোলন করে এই উৎসবের শুভ সূচনা করেন সাংসদ দিলীপ ঘোষ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এদিন এখানে পাঁচটি আলাদা আলাদা বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে সারা হুগলি জেলার থেকে আসা ২০০রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আজ এখানে অঙ্কন, ফটোগ্রাফি, তাৎক্ষনিক বক্তৃতা, সমবেত নৃত্য এবং কুইজ কম্পিটিশনের আয়োজন হয়েছে।
এখান থেকে কৃতি ছাত্র-ছাত্রীরা আগামীদিনে রাজ্য স্তরে এবং পরবর্তীতে তারা জাতীয় স্তরে অংশগ্রহণ করবে পাশাপাশি আমার মাটি আমার দেশ কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনের পক্ষ থেকে। পান্ডুয়া ব্লকের বিভিন্ন গ্রাম থেকে একতার বার্তা নিয়ে মাটি সংগ্রহ করে নিয়েযায়, যা আগামী দিনের দিল্লিতে পৌঁছাবে, অমৃতবাটিকা তৈরীর উদ্দেশ্যে এমনটাই জানালেন নেহেরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক অরুনিমা। এদিনের এই অনুষ্ঠানে এসে সাংসার দিলীপ ঘোষ বলেন চন্দ্র যান নিয়ে অনেক আলোচনা হয়েছে। চন্দ্রজান অনেক দেশ হয়তো পাঠিয়েছে। এখন শোনা যাচ্ছে আমেরিকায় যে চন্দ্র যান পাঠিয়েছিল তার পুরোটাই ঢপবাজি ছিল। বাকি রাও সাহস পায় না যেখানে আমাদের দেশের চন্দ্র যান পৌঁছেছে।