হুগলি, ১০ সেপ্টেম্বর:- এবার ডেঙ্গু সচেতনায় পথে গোলাপ সুন্দরী।বাল্যবিবাহ রোধ ও শিশু নিগ্রহ মতন ঘটনায় সমাজকে সচেতন করতে বারবার এগিয়ে এসেছেন গোলাপ সুন্দরী বহুরূপী সেজে শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। বহুরূপী সেজে হাতে প্লকাড নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ নিরলসভাবে করে চলেছেন খানাকুল থানার মাচপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিসবাবু। পরনে ঘাগড়া, হাতে চুরি সঙ্গে পোস্টার নিয়ে ‘গোলাপ সুন্দরী’ সেজে ওঠেন তিনি। মানুষকে বোঝাতে, সমাজকে সচেতন করতে এই প্রধান শিক্ষকের আশ্রয় গোলাপ সুন্দরীর সাজ। এই সাজে সমাজ কে সচেতনতার বার্তা দিতে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাহিরেও বিভিন্ন রাজ্যে এমনকি দিল্লি পর্যন্ত পৌঁছেছেন তিনি।
এবার সেই সাজে ডেঙ্গু সচেতনায় আজ তারকেশ্বরে গোলাপ সুন্দরী ওরফে শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায়। এই দিন তারকেশ্বরের বাজার, বাস স্ট্যান্ড, পদ্মপুকুর মোড়, চাউল পট্টি, জয়কৃষ্ণ বাজার সহ সমস্ত শহরে তিনি প্লকাড হাতে ডেঙ্গু নিয়ে পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করেন। এ বিষয়ে বহুরূপী গোলাপ সুন্দরী খ্যাত শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায় বলেন তিনি সমস্ত বিষয়েই মানুষকে সচেতন করার কাজ চালান। কিন্তু এখন ডেঙ্গুর বাড়বাড়ন্ত হয়েছে তাই মানুষকে সচেতন করতে তিনি পথে নেবেছেন। একা সরকারের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রত্যেক মানুষের উচিৎ একসাথে সচেতন হয়ে ডেঙ্গু রুখে দেওয়া। মানুষ সচেতন হলেই ডেঙ্গু রোখা সম্ভব হবে।