এই মুহূর্তে কলকাতা

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।


কলকাতা, ৪ সেপ্টেম্বর:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মৃত ছাত্রর পরিবারের সঙ্গে সাক্ষাত করে ফের একবার এই প্রতিশ্রুতি দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত ছাত্রের বাবা রামপ্রসাদ কুন্ডু ও মা স্বপ্না কুন্ডু সোমবার নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের তাঁরা বলেন, এই ঘটনায় যুক্ত কেউ যেন ছাড়া না পায় সেটা দেখে অপরাধীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী তাদের প্রতিশ্রুতি দিয়েছেন। এই ব্যাপারে তাঁদের সামনেই প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি নদীয়ার বগুলায় তাদের গ্রামে যে সরকারি গ্রামীন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেটিও ঐ মৃত ছাত্রর স্মৃতিতে উতসর্গ করা হবে বলে মুখ্যমন্ত্রী তাঁদের জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আজ তাদের ছোট ছেলে রত্নজিত কুন্ডুর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

তার পড়াশুনোর খরচ ও পরিবারের নিরাপত্তা রাজ্য সরকার দেবে বলে মুখ্যমন্ত্রী ওই ছাত্রকে জানান। সূত্রের খবর, মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর আড়াইটা নাগাদ নবান্নে আসেন যাদবপুরের মৃত পড়ুয়া বাবা এবং মা। ছাত্রমৃত্যুর পর নদীয়ায় ছাত্রের বাড়িতে গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দলও গিয়েছিলেন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ছাত্রের বাবার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সুবিচার অবশ্যই পাবেন বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি এই বিষয়ে কথা বলতে নবান্নে এলেন মৃতের বাবা-মা। প্রসঙ্গত, গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের দেহ মেইন হোস্টেলের নীচে রক্তাক্ত ও নগ্ন অবস্থায় পাওয়া যায়। পরের দিন ছাত্রের মৃত্যু হয়। ঘটনার নেপথ্যে র‍্যাগিং ও খুনের অভিযোগ আনে পরিবার। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।