হুগলি, ৩ সেপ্টেম্বর:- শ্রীরামপুরে বিজেপি পার্টি অফিসে আগুন। আজ ভোরে আগুন জ্বলতে দেখে নেভায় স্থানীয় বিজেপি কর্মিরা। আগুনে শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর রাজ্যধরপুর চাঁপসারার পার্টি অফিসটির একাংশ পুরে যায়। কে বা কারা আগুন ধরিয়েছে তা স্পস্ট নয়। তবে বিজেপির অভিযোগ শাসক তৃনমূল চাইছে অফিসটি যেনো উঠে যায়। বিজেপি কর্মি অমরনাথ ঘোলদার বলেন, প্রতিদিন রাত নটা দশটা পর্যন্ত বিজেপি কর্মিরা থাকে।
গতকালও আমরা ছিলাম। ভোরে খবর পেলাম আগুন লেগেছে। কে আগুন লাগিয়েছে ধরা যায়নি তবে শাসক দল চাইছে পার্টি অফিসটা তুলে দিতে। পুলিশ তদন্ত করে বের করুক কে আগুন দিল। অভিযোগ অস্বীকার করে তৃনমূলের দাবী আগুনে হাত তৃনমূলের নেই বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে। চাঁপসারায় তারকেশ্বর বৈদ্যবাটি রোডের পাশে বিজেপির এই অফিসে আগুন লাগার খবর পেয়ে তদন্তে যায় শ্রীরামপুর থানার পুলিশ।