হুগলি, ৩ সেপ্টেম্বর:- উত্তরপাড়া স্টেশনে নন ইন্টারলকিং এর কাজের জন্য পাওয়ার ব্লক হওয়ায় বিঘ্নিত ট্রেন চলাচল। সকাল দশটা থেকে অনিয়মিত হয়ে পরে ট্রেন। পৌনে এগারোটা থেকে ডাউন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। কোন্নগর এক নম্বর প্লাটফর্মে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকে ডাউন শেওড়াফুলি লোকাল।
ডাউন গ্যালোপিং কাটোয়া লোকাল দাঁড়িয়ে পরে রিষড়া স্টেশনে।হাওড়া ব্যান্ডেল আপ লাইনে ট্রেন স্বাভাবিক চলছে। সারে এগারোটায় কোন্নগর স্টেশন থেকে ছেড়ে যায় কাটোয়া লোকাল। তবে বিকাল চারটে পর্যন্ত এই সমস্যা থাকবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারীক কৌশিক মিত্র।