এই মুহূর্তে জেলা

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে হুগলি জেলা জুড়ে প্রচার অভিযান।

হুগলি, ২ সেপ্টেম্বর:- ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতার লক্ষ্যে হুগলি জেলা জুড়ে প্রচার অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে থাকছে “ট্যাবলো অভিযান”। আজ চুঁচুড়া রবীন্দ্রভবনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অভিযানের উদ্দেশ্যে ট্যাবলোর শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শ্রী বেচারাম মান্না।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক পি দীপাপ প্রিয়া, হুগলি জেলার CMOH রমা ভূঁইয়া, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। এই বিষয় নিয়ে হুগলি জেলার স্বাস্থ্য CMOH রমা ভূঁইয়া জানান হুগলি জেলার বিভিন্ন পৌরসভা এবং গ্রামীণ অঞ্চলে এই ট্যাবলোটি সর্বত্র ঘুরে মানুষকে সচেতন করবে ডেঙ্গুর প্রকোপ সম্বন্ধে। যে সমস্ত জায়গায় বাজার অঞ্চল সহ ডেঙ্গু হটস্পট অধ্যুষিত অঞ্চলে বেশি করে প্রচার চালাবে।