স্পোর্টস ডেস্ক, ১ জুলাই:- দায়িত্ব শেষের আগেই সরে দাঁড়ালেন শাশঙ্ক মনোহর। তিরিশে জুনের পর একদিনও আইসিসির চেয়ারম্যান পদে থাকতে চাইলেন না শশাঙ্ক। বুধবার আইসিসিতে তার শেষ দিন বলে জানিয়ে দিয়ে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা থেকে পদত্যাগ করলেন শশাঙ্ক মনোহর। আইসিসি বোর্ড সভায় শশাঙ্ক মনোহরের পদত্যাগপত্র গৃহিত হয়েছে। নতুন সভাপতি নিয়োগ হওয়ার আগে পর্যন্ত আইসিসির উপ-চেয়ারম্যান ইমরান খাজা এখন থেকে চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন।
নতুন আইসিসির চেয়ারম্যান পদে বিসিসিআই সভাপতি তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘিরে চলছে জল্পনা। বিশ্ব ক্রিকেটের বহু প্রাক্তনীরাই আইসিসির চেয়ারম্যান পদে সৌরভকে দেখতে চাইছেন। যদিও করোনা পরিস্থিতিতে আইসিসির চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া স্থগিত রয়েছে। তাই ইচ্ছে করলে এখনও আইসিসির সভাপতি পদে মাসখানেক থাকতে পারতেন শশাঙ্ক মনোহর। কিন্তু তিনি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর একদিনও এই পদে থাকতে চান নি। পরবর্তী আইসিসির চেয়ারম্যান পদে তিনি যে লড়াই এর ময়দানে নেই তা স্পষ্ট বুঝিয়ে দিলেন এদিন।