হাওড়া, ২৭ আগস্ট:- খালি মালগাড়িতে উদ্ধার নাবালকের মৃতদেহ, চাঞ্চল্য হাওড়ার ভট্টনগর স্টেশনে। খালি মালগাড়িতে এদিন রুটিন চেকিংয়ের সময় সেখান থেকে উদ্ধার হয় আট বছরের ওই নাবালকের মৃতদেহ। এই ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয় হাওড়ার ভট্টনগর রেল স্টেশনে। জানা গেছে, বর্ধমান সাইড থেকে গাড়িটি ঢুকেছিল। রেল পুলিশ দেহটি উদ্ধারের পর লিলুয়া থানায় খবর দেয়।
লিলুয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে লিলুয়ার কোনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মৃত নাবালক নদীয়ার চাপড়ার বাসিন্দা। নাম আহিদ শেখ। চলন্ত মালগাড়িতে তাকে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে। তদন্তে নেমেছে পুলিশ। নদীয়া পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।