এই মুহূর্তে জেলা

সুদের টাকা না দিতে পারায় দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ যুবক।

হুগলি, ২৭ আগস্ট:- সুদের টাকা না পেয়ে মাঝরাতে বাড়িতে ঢুকে হামলা চলায়। বাড়ি থেকে বের করে মারধর পড়ার পাশাপাশি গুলিবিদ্ধ হয় অর্জুন রায় নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার মথুরা এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা থানায়। গুলিবিদ্ধ আহত যুবককে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। জানা গেছে, আরামবাগের এক যুবকের কাছ থেকে মথুরা এলাকার বাসিন্দা ফটিক রায় ৭০ হাজার টাকা সুদে ধার করেছিলেন। শনিবার গভীর রাতে আরামবাগ থেকে তিনজন মটর বাইকে করে মথুরা এলাকায় যায়।

ফটিক রায়ের কাছে টাকা চাইছিল। তখন ওই সময় ফটিকরায় টাকা দিতে না পারায়। তাকে তিনজন মিলে ব্যাপক মারধর করে। অভিযোগ, এরপরই তিন চার রাউন্ড গুলি চালায়। সেই সময় ফটিক বাবুর ছেলে অর্জুন বাবু বাধা দিতে গেলে। এরপরে বাঁ হাতে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর এলাকার বাসিন্দারা তিন দুষ্কৃতীর মধ্যে একজনকে ধরে ফেলে। এরপর খবর দেয়া হয় গোঘাট থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসে। গ্রামবাসীরা আটক করা এক দুষ্কৃতিকে পুলিশের হাতে তুলে দেয়।গুলিবিদ্ধ ওই যুবককে আরামবাগ মহাকুমা মেডিকেলে ভর্তি করে। এই ঘটনায় গোবর থানার পুলিশ বাকিদের খোঁজ চালাচ্ছে।