এই মুহূর্তে জেলা

মুমূর্ষ রোগীকে হাসপাতালে ভর্তি করলেন কাউন্সিলর।


হুগলি, ২৭ আগস্ট:- চুঁচুড়া দু নম্বর কাপাসডাঙ্গা বাঁশ তলা এলাকার বাসিন্দা সঞ্জয় দে বেশ কিছুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী। কিডনির অসুখ শ্বাসকষ্ট সহ নানা বিধ ব্যাধিতে জর্জরিত সে। কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সঞ্জয়। অসুস্থতার কারণে সেই কাজটিও চলে যায় তার। কিছুদিন চিকিৎসাও করিয়েছিলেন তাতে লাভ হয়নি। হাসপাতালে ভর্তি হলে ওষুধের সহ অন্যান্য খরচ যোগানো সামর্থ্য নেই তার। তাই বাড়িতেই একপ্রকার ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছিলেন। গত কয়েকদিন ধরে অবস্থা খুবই খারাপ হতে থাকে। বিনা চিকিৎসায় একজনের মৃত্যু হতে পারে, বাঁশতলার কয়েকজন যুবক বিষয়টি জানতে পারে।

চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীকে তারা বিষয়টি জানান। নির্মল সঞ্জয়ের বাড়িতে এসে দেখেন কি নিদারুন অবস্থা। হুগলি জেলা হাসপাতালের সহকারী সুপারকে ফোন করে বিষয়টি জানান। সহকারী সুপার রোগিকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। কাউন্সিলর পাড়ার যুবকদের নিয়ে সঞ্জয়কে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানেই আপাতত চিকিৎসা হবে। কাউন্সিলর নির্মল চক্রবর্তী বলেন, সঞ্জয় খুবই অসুস্থ ওর আর্থিক অবস্থাও খারাপ। যে কারণে চিকিৎসা করাতে পারছিল না। আমি জানার পর হাসপাতালে যোগাযোগ করি। সহকারী সুপার বলেন দ্রুত হাসাপাতালে নিয়ে আসুন তারপর যা করার হাসপাতাল করবে।