কলকাতা, ২৪ আগস্ট:- গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে আধার যোগের সময়সীমা ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তার আগে রাজ্যের সমস্ত রেশন গ্রাহকের আধার যোগের কাজ শেষ করতে খাদ্য দফতর সব জেলা প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নামার নির্দেশ দিয়েছে। খাদ্য দফতর থেকে জেলাশাসকদের চিঠি দিয়ে এই কাজে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য দফতরের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে আধার যোগ করার কাজ করতে বলেছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, রাজ্যে আধার-রেশন সংযোগের কাজ শুরু করা হয়েছে। কিন্তু বিভিন্ন জেলা থেকে সর্বশেষ তথ্য না মেলায় প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। জেলাগুলিকে দ্রুত আধার সংযোগের কাজ শেষ করে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজ্যের বর্তমানে প্রায় ৮ কোটি ৮০ লক্ষ রেশন কার্ড গ্রাহক আছে। এর মধ্যে ৯৭% গ্রাহকের আধার সংযোগের কাজ শেষ হয়েছে। বায়োমেট্রিক তথ্য যাচাই করে রেশন দেওয়ার ব্যাপারে এগিয়ে বাংলা।রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে গ্রাহকের আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা চালু হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত রাজ্য সরকার অনেক আগেই সক্রিয়ভাবে কার্যকর করেছে। আধার নম্বর আঙুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করা হয়।
কিন্তু অনেকের বিভিন্ন কারণে আঙুলের ছাপ মেলাতে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটা বেশি হয়। সেই সমস্যা দূর করার জন্য পশ্চিমবঙ্গে প্রথম রেশন দোকানগুলিতে ‘আই স্ক্যানার’ যন্ত্র দেওয়া হয়েছে। আঙুলের ছাপ মেলাতে সমস্যা হলে ওই যন্ত্রের সাহায্যে চোখের মণির ছবি নিয়ে আধার নম্বর যাচাই করা যাবে। এই ব্যবস্থা ইতিমধ্যে রাজ্যে চালু হয়েছে। এর জন্য রেশন ডিলারদের কোনও অতিরিক্ত খরচ হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে ৯৯ শতাংশেরও বেশি রেশন গ্রাহকের আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই করে খাদ্যসামগ্রী দেওয়া হয়। কংগ্রেস, সিপিএম, বিজেপি, এমনকী আপ শাসিত রাজ্যগুলি এব্যাপারে পিছিয়ে রয়েছে। কেরল, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওড়িশায় ৯৫ শতাংশের কম আধার যাচাই হয়েছে। পাশাপাশি কেরলে মাত্র ৮৪ শতাংশ ক্ষেত্রে আধার নম্বর যাচাই করে খাদ্য দেওয়া হয়েছে। পাঞ্জাবে কোনও আধার যাচাই করা হয়নি। সম্প্রতি দিল্লিতে বিভিন্ন রাজ্যের খাদ্য সচিবদের বৈঠক ডেকেছিল কেন্দ্র। সেখানে আলোচ্য সূচি সংক্রান্ত নথিতে রাজ্যগুলির রেশন ব্যবস্থা নিয়ে বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে। যে সব রাজ্যে আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই ৯৫ শতাংশের কম, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।