এই মুহূর্তে কলকাতা

বর্তমানে প্রায় দু কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায়।

কলকাতা, ২৪ আগস্ট:- রাজ্যে বর্তমানে এক কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন। শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের ২২ হাজার ৪৯ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও ২০১৮ সাল থেকে চালু হওয়া রুপশ্রী প্রকল্পে সরকারি কোষাগার থেকে ৪ হাজার ১২৬ কোটি টাকা খরচ হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

উল্লেখ্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রাজ্যে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু হয়। এই প্রকল্পে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের মাসে এক হাজার টাকা এবং সাধারণ শ্রেণির মহিলাদের মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়।